প্রতি সেকেন্ডে ১০০ বিলিয়ান বা ১০ হাজার কোটি ফ্রেম! কথা টা শুনে খুব অবার হচ্ছেন না? হ্যাঁ এটি একেবারেই সত্যি কথা বিজ্ঞানীরা এবার ঠিক এইরকমই একটি ২উ ক্যামেরা তৈরি করেছেন যে ক্যামেরাই মাত্র এক সেকেন্ডেই ১০০ বিলিয়ান ফ্রেম তুলবে। ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক দিনরাত পরিশ্রম করে এই ক্যামেরা টি তৈরি করেছেন। এমনটাই জানিয়েছে মেইল অনলাইন তাদের বরাত দিয়ে।
ক্যামেরাটি যে পদ্ধতিতে কাজ করে সেটির নাম দেয়া হয়েছে ‘কম্প্রেস আল্ট্রাফাস্ট ফটোগ্রাফি’। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক “লিহং ওয়াংয়ের” বলেছেন যে , এই প্রথম মানুষ কোন ক্যামেরার আলোর কম্পনকে অনুভব করতে পারবেন। তিনি জানান আরও জানান যে, এই শক্তিশালী ক্যামেরাটি ভবিষ্যতে মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের কাজে লাগানো হবে। ইতিমধ্যে তাঁরা এই প্রোজেক্ট নিয়ে কাজ করাও শুরু করেছে বলে জানিয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেবার বাকি।
No comments:
Post a Comment