Search This Blog

Tuesday, December 2, 2014

চার হাত ওয়ালা মানুষ !

অবাক হচ্ছেন কথাটা শুনে? হ্যাঁ সত্যি এবার মানুষের শরীরে যোগ হচ্ছে বাড়তি ২টি রবোটিক হাত। যান্ত্রিক হাত ২টি শরীরের দুইটি স্থানের সাথে লাগানো যাবে, কাঁধে ও কোমরে। বিজ্ঞানিদের রবোটিক হাত দুইটি বানানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতেকরে সহজে আরও বেশি বেশি ভারি কাজ করতে পারে এবং যাদের হাত নেই বা কোন দুর্ঘটনায় তাদের হাত হারিয়েছে তারা যেন পুনরাই কাজ কর্ম করতে পারে সে উদ্দেশে।
যান্ত্রিক এই হাতটি উদ্ভাবন করেছে আমেরিকার এমআইটি’র গবেষণাগারের দুজন গবেষক। একজন ফেডারিক প্যারিয়েটি এবং অপরজন ব্যালডিন এললোরেন্স বোনিল। তারা দু’জনই এমআইটি’র যন্ত্র প্রকৌশল বিভাগের বিশিষ্ট গবেষক। যান্ত্রিক হাতটির ওজন ৯ কেজি। এটি ৫ ফুট ২ ইঞ্চি থেকে শুরু করে ৬ ফুট লম্বা যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন। পরীক্ষামূলক ভাবে নির্মিত হাতটির ব্যাটারি একবার ফুল চার্জ করলে এক নাগাড়ে তিন ঘণ্টা চলে এবং এটি প্রায় ৩২ কিলোগ্রাম ওজন অনায়াসে তুলে ধরতে পারবে।
এ জাতীয় যন্ত্রকে এক্সোস্কেলিটন বা বহিরঙ্গ বলা হয়। হাত দুটি মানব দেহের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে ব্যাবহার করা হয়েছে কার্বন, অ্যালুমিনিয়ামের যৌগ এবং ইস্পাত। রবোটিক হাত দুটি আপনার শরীরের সাথে স্থাপন করার পর এটি স্বাভাবিক বা খোদা প্রদত্ত হাতের ন্যায় চিন্তা শক্তির দ্বারা পরিচালিত করতে পারবেন না কিন্তু এটি আপনার দেহের নড়াচড়া দেখে কাজ করবে যেমনটি ভিডিওতে দেখানো হয়েছে। এর আগেও এমন আরও কিছু হাত তৈরি হয়েছে তবে তার মদ্ধে এটি সবচেয়ে সস্তা এবং সহজের ব্যবহার উপযোগী।

No comments:

Post a Comment