Search This Blog

Tuesday, December 2, 2014

ফেসবুক ছেড়ে কোথায় তরুণেরা?

এখন ফেসবুকে রোজ কারা যায়? তরুণ-তরুণীরা? ১৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের এই সাইটটি এখন আর তরুণদের জায়গা নয়। তরুণেরা এখন ফেসবুকের বদলে নতুন নতুন ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসগুলো ব্যবহারে খবর আইএএনএস-এর।
৩২টি দেশের এক লাখ ৭০ হাজার ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ফেসবুক আর তরুণদের আগ্রহের জায়গায় নেই। তরুণেরা এখন ফেসবুকের বদলে বার্তা আদান-প্রদান করার সেবাগুলোতে বেশি সময় কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণদের ৬৬ শতাংশের মত হচ্ছে তাঁরা ফেসবুকে খুবই কম যান।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ওয়েব ইনডেক্স (জিডব্লিউডআই) প্রকাশিত ‘সোশ্যাল সামারি ফর কিউ৩ ২০১৪’ নামের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণেরা এখনো সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার পুরোপুরি ছেড়ে দেননি কিন্তু এই সাইটে তাঁদের পারস্পরিক যোগাযোগ কমে গেছে। ফেসবুক ব্যবহারকারী অনেক বেশি হলেও গত দুই বছরে ফেসবুকে ছবি বিনিময় করা এবং বার্তা পাঠানোর হার ২০ শতাংশ কমে গেছে। ৩০ শতাংশ তরুণ বলেন, তাঁদের বন্ধুরা ইনস্টাগ্রাম বা অন্য ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ব্যবহার শুরু করায় তাঁরা ফেসবুক ব্যবহার কমিয়ে দিয়েছেন।
ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী যেমন কমেছে, তেমনি এর মেসেঞ্জার অ্যাপটিও তরুণদের পছন্দের তালিকা নেই। এ ক্ষেত্রে স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশন তরুণদের কাছে বেশি পছন্দ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার তরুণদের কাছে স্ন্যাপচ্যাট বেশি জনপ্রিয়।

No comments:

Post a Comment