নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের নির্ভরযোগ্য তথ্য ও দলিল তুলে ধরতে দ্য ডেইলি স্টার একটি অনলাইন তথ্যভান্ডার তৈরি করেছে। ‘ফ্রিডম ইন দ্য এয়ার’ নামের এই ওয়েব পোর্টালে মুক্তিযুদ্ধের দুর্লভ দলিল, ছবি, তথ্যচিত্র, ঘটনাপ্রবাহের পূর্ণ বিবরণ পাওয়া যাবে। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানে ওয়েব পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর ঠিকানা freedomintheair.thedailystar.net। এটি তৈরিতে সহযোগিতা করেছে গ্রামীণফোন।
ফ্রিডম ইন দ্য এয়ার পোর্টালে ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযান, গণহত্যা, মুক্তিযুদ্ধের যুদ্ধক্ষেত্র, যুদ্ধাহত বীর নারী মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী হত্যা ও বিজয় অর্জনের ওপর এখন পর্যন্ত ৪৪টি দুর্লভ ভিডিও যোগ করা হয়েছে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। ১৯৪০ সাল থেকে ১৯৭১ পর্যন্ত নানা উল্লেখযোগ্য ঘটনা ও মুক্তিযুদ্ধের প্রতিটি দিনের ঘটনাপ্রবাহ থাকছে ওয়েব পোর্টালটিতে। এ ছাড়া দেশি ও বিদেশি নানা মাধ্যম থেকে সংগৃহীত ছবি, ২৮টি তথ্যচিত্র, মুক্তিযুদ্ধের ওপর লেখা বইয়ের পর্যালোচনা, নিবন্ধ এবং মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে এই তথ্যভান্ডারে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি মুক্তিযুদ্ধের সময়ের কথা মনে করে বলেন, ‘বিজয়ের দিনটিতে আমরা আনন্দে ভেসেছি তবে হানাদার বাহিনীর নির্মমতার কথা কিন্তু ভুলে যাইনি।’
এই উদ্যোগের এখানেই শেষ নয়, বরং শুরু বলে উল্লেখ করেন ডেইলি স্টার-এর উপসম্পাদক ইনাম আহমেদ। পরবর্তী সময়ে বাংলাদেশের সামরিক বাহিনী এবং ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে থাকা মুক্তিযুদ্ধের দলিল যোগ করা হবে বলে জানান তিনি। এ ছাড়া যে কেউ তাঁদের কাছে থাকা ছবি, নিবন্ধ বা অন্য কোনো দলিলাদি ওয়েবসাইটটিতে যুক্ত করতে পারবেন।
ডেইলি স্টার-এর এই উদ্যোগে সহযোগী হিসেবে থাকবে গ্রামীণফোন। গ্রামীণফোনের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন বলেন, ‘যা কিছু গর্বের তার সঙ্গে গ্রামীণফোন থেকেছে। আর বাংলাদেশি হিসেবে মুক্তিযুদ্ধের চেয়ে গর্বের আর কি হতে পারে? এমন উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার-এর ওয়েব সম্পাদক শামীম আশরাফ এবং গ্রামীণফোনের বিপণন পরিচালক নেহাল আহমেদ।
Search This Blog
Tuesday, December 16, 2014
মুক্তিযুদ্ধ নিয়ে চালু হলো সমৃদ্ধ এক পোর্টাল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment