যুক্তরাজ্যর একটি বিমান তৈরি কারক প্রতিষ্ঠান এবার নিয়ে আসছে জানালা বিহীন যাত্রীবাহী বিমান। আর কিছুদিনের মধ্যেই এটি পরীক্ষামূলক উড়ান দিবে। আপনারা ভাবছেন এটি আবার কিভাবে সম্ভব? হ্যাঁ এই অসম্ভব কে সম্ভব করে দিয়েছে তারা। কিভাবে? আসলে এই বিমানে ব্যাবহার করা হয়েছে খুব উচ্চ মানের প্রযুক্তি যার ফলে এটি সম্ভব হয়েছে। এই বিমানটির ভেতরের আবারনে ব্যাবহার করা হয়েছে খুব উচ্চমানের কাঁচ তথা টিভি মনিটরের পর্দা।
অন্যান্য বিমানে যেখানে যাত্রীদের বাইরের পরিবেশ দেখার জন্য জানালা দিয়ে উকি দেয়া লাগতো এটির ক্ষেত্রে যাত্রীরা তার সিটে বসেই সবকিছু দেখতে পারবে। সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, বিমানের বাইরের অংশে অনেকগুলা ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। ক্যামেরা গুলা লাইভ ভিডিও করবে আর ভেতরে ক্যাবিনে বসা যাত্রীদের সেই স্বচ্ছ পর্দার মাধ্যমে দেখাবে। বিমানে আর যোগ হয়েছে ইন্টারনেট ও ওয়াইফাই। যাত্রীরা তাদের প্রয়োজনে যখন খুশি তাদের স্মার্ট ডিভাইস চালু করে এই সেবা গ্রহন করতে পারবে। পারবে তাদের টিভি পর্দার নিয়ন্ত্রন নিতে। তারা যে স্থান দিয়ে উড়বে সেখানকার বিস্তারিত তথ্য তাদের স্ক্রীনে দেখতে পারবে। যেমন, যাইগাটির নাম, তাপমাত্রা, সময়,ইত্যাদি।
নির্মাতা প্রতিষ্ঠান “সেন্টার ফর প্রসেস ইননোভেশন (সিআইপি)” এর বিজ্ঞানীরা বলেছেন এটি হতে চলেছে বিমান যাত্রার অন্য এক অভিজ্ঞতা। অন্যান্য বিমান ভ্রমনে যাত্রীরা খুব ক্লান্ত ও বিরক্ত বোধ করতো কিন্তু এটির ক্ষেত্রে সেটি একেবারেই হবে না। আকাশ দেখতে দেখতে কখন তাদের গন্তব্যে পউছে যাবে ঠিকই পাবে না। বিমানটি বাইরে থেকে একটি সাধারণ বিমান মনে হবে যতক্ষণ না আপনি এটির ভেতরে যাবেন। অনেক যাত্রীদের কাছে এই বিমান সম্বন্ধে জানতে চাইলে তারা বলেন যে, তারা খুব উত্তেজিত এই বিমানে ভ্রমন করার জন্য।
বিমানে ব্যাবহার কর প্রযুক্তির নাম দেয়া হয়েছে “অর্গানিক লাইট এমিটিং ডায়োড” আরেকটি আশার খবর হচ্ছে, বিমানে এই প্রযুক্তি ব্যাবহার করার কারনে এটির মোট ওজনের এক তৃতীয় ভাগ কমানো সম্ভব হয়েছে যার ফলে এর জ্বালানি খরচ অনেক অংশে কমানো সম্ভব হবে। ঠিক কবে নাগাত এই বিমান বাণিজ্যিক ভাবে ওড়া শুরু করবে সেটি এখনো যানা যাইনি তবে বিজ্ঞানীরা আশা করছে খুব তারাতারি এটি আকাশে উড়তে প্রস্তুত হবে।আর সে লক্ষ নিয়েই তারা কাজ করে যাচ্ছে।
Search This Blog
Tuesday, December 2, 2014
এবার আসছে নতুন চমক জানালা বিহীন স্বচ্ছ বিমান !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment