Search This Blog

Friday, December 5, 2014

মোবাইল ফোনের গতি দ্বিগুণ হবে

সম্প্রতি গবেষকেরা এমন একটি ক্ষুদ্র সার্কিট তৈরি করেছেন যার সাহায্যে মোবাইল ফোন কিংবা অন্যান্য তারবিহীন যন্ত্র আরও দ্বিগুণ গতিতে তথ্য আদান-প্রদান করতে সক্ষম হবে। কম খরচে এই সার্কিট তৈরির উপায় উদ্ভাবন করেছেন বলে দাবি মার্কিন গবেষকদের। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বেতার তরঙ্গ গ্রহণ ও ছাড়ার ক্ষেত্রে অধিক দক্ষতাসম্পন্ন সার্কিট তৈরি করেন। তাঁরা দাবি করেছেন, এটি মোবাইল ফোনে ব্যবহার করা হলে ব্যান্ডউইথ দ্বিগুণ করে দিতে পারে। এটি একই সময়ে একই ফ্রিকোয়েন্সি—তা তরঙ্গে সংকেত গ্রহণ ও সম্প্রচার করতে পারে।
নেচার ফিজিক্স নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা দাবি করেছেন, ‘ম্যাগনেটিক ফ্রি রেডিও ওয়েভ সার্কুলেটর’ নামের এ উদ্ভাবনটি ছোট আকারের ও সাশ্রয়ী উপাদান দিয়ে তৈরি করায় তা মোবাইলের মতো পণ্যেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে যন্ত্রটিকে আরও ছোট করে তা কাজে লাগানোর পরিকল্পনা করছেন তাঁরা।

No comments:

Post a Comment