অ্যান্ড্রয়েড ৫.০ আপডেট করলেই মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে। অকেজো হওয়ার হাত থেকে মোবাইলকে বাঁচাতে সাবধান থাকুন। নেক্সাস ডিভাইসে এই আপডেট ডেকে আনছে বিপদ। বেশ কয়েকজন নেক্সাস ব্যবহারকারী এই অভিযোগ করেছেন। অ্যাডোবের কোনো কোনো টুলস ঠিকঠাক কাজ করছে না বলেও অভিযোগ উঠেছে। ব্যবহারকারীদের দাবি, আপডেট করে ফেঁসে গেছেন তাঁরা। ট্যাবলেট-মোবাইলকে স্লো করে দিচ্ছে অ্যান্ড্রয়েড ললিপপ।
ডেইলি মেল সূত্রে খবর,অনেকেরই অভিযোগ, লেটেস্ট ভার্সান আপডেট করে তাদের মোবাইল-ট্যাবলেট সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তাদের পরামর্শ, ভুল করেও নেক্সাসে ললিপপ আপডেট করবেন না। এতে নষ্ট হয়ে যাচ্ছে প্রি-লোডেড কয়েকটি অ্যাপসও। গত মাসেই গুগল তাদের এই নয়া আপডেটটি বাজারে এনেছিল। কিন্তু তারপর থেকেই বিপত্তি। এই নিয়ে অ্যাডোবে সংস্থার কর্তারা চিঠিও লিখেছেন গুগলকে। গুগলের তরফে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।
Search This Blog
Wednesday, December 3, 2014
মোবাইলকে অকেজো করছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেট!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment