Search This Blog

Tuesday, December 2, 2014

মডেম যখন রাউটার

মডেম থেকেই সবার সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট শেয়ারের সুবিধা পাওয়া যাবে ডি-লিংকের একটি ডিডব্লিউআর-৭১০ মডেলের মডেমটিতে। এতে আলাদা করে রাউটার কেনার প্রয়োজন পড়বে না। দেশের বাজারে নতুন এই রাউটার-মডেম নিয়ে এসেছে কম্পিউটার সোর্স।
কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইউএসবি পোর্টের মাধ্যমে সরাসরি ডি-লিংক ডিডব্লিউআর-৭১০ মডেলের এই মডেমটিতে সিম ব্যবহার করা যায়। মডেমেই ওয়াইফাই সুবিধা থাকায় জিএসএম, ডব্লিউসিডিএমএ ও এইচএসপিএ+ নেটওয়ার্কে সংযুক্ত হওয়া যায় বাড়তি রাউটার প্রতিস্থাপনের ঝামেলা ছাড়াই।
থ্রিজি সংযোগ ব্যবহার করে একসঙ্গে আটটি ডিভাইস থেকে মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। সহজ বহনযোগ্য ও ব্যবহার-বান্ধব রাউটার-মডেমটির সর্বোচ্চ গতি ২১এমবিপিএস পর্যন্ত।
তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠা এই মডেম-রাউটারটির দাম চার হাজার টাকা।

No comments:

Post a Comment