Search This Blog

Thursday, December 18, 2014

বয়স্কদের জন্য ফেসবুক।

সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করলে প্রবীণদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যায়। দূর দেশে বসবাসকারী আত্মীয়-পরিজনদের সঙ্গে স্কাইপের মাধ্যমে সরাসরি কথা বলা, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে প্রিয়জনদের নিত্যনতুন ছবি ও অবস্থা দেখা এবং সেগুলো নিয়ে ম জানানো ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকলে বয়স্ক লোকজন শারীরিক ও মানসিকভাবে তুলনামূলক সুস্থ থাকেন। যুক্তরাজ্যের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী টমাস মর্টন ও তাঁর সহযোগী গবেষকেরা এসব কথা জানিয়েছেন। তাঁরা ৬০ থেকে ৯৫ বছর বয়সী ৭৬ জন প্রবীণ ও ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের অধিকারী নারী-পুরুষের ওপর দুই বছর ধরে গবেষণা চালান। এ সময় তাঁদের দেওয়া হয় বিশেষায়িত কম্পিউটার ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এবং সেগুলো ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ।

No comments:

Post a Comment