Search This Blog

Friday, December 5, 2014

সেলফি মনোপড

যাঁরা কয়েকজন মিলে মনের মতো সেলফি তুলতে চান, তাঁদের জন্য দরকার হতে পারে বিশেষ মনোপড। এই মনোপডের সঙ্গে স্মার্টফোন যুক্ত করে সেলফি তোলা যাবে। সম্প্রতি দেশের বাজারে এসেছে হ্যাভিট ব্র্যান্ডের এমনই একটি মনোপড। কম্পিউটার সিটি টেকনোলজিস ব্লটুথ সুবিধাযুক্ত এই মনোপড বিপণন করছে।
এই মনোপড দিয়ে ১০ মিটার দূর থেকে তারবিহীনভাবে কাজ করা যায়। এতে শব্দ রেকর্ড করার সুবিধাও রয়েছে। দুটি রঙে বাজারে এসেছে এই মনোপড। সেলফি তোলার এই মনোপডের দাম ১ হাজার ২০০ টাকা।

No comments:

Post a Comment