পুরুষদের অনেকে মনে করেন, তাঁদের পছন্দমতো লেখা শুধুপুরুষলেখকদের কাছ থেকেই পাওয়া যায়। যুক্তরাজ্যে প্রায় ৪০ হাজার মানুষের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে এ কথা জানিয়েছে গুডরিডস নামের একটি প্রতিষ্ঠান। এতে দেখা যায়, নারীলেখকের বই পড়ার প্রতি পুরুষদের অধিকাংশই কম আগ্রহ পান। জরিপে অংশ নেওয়া পুরুষেরা চলতি বছর সবচেয়ে বেশি যে ৫০টি বই পড়েছেন, তার ৯০ শতাংশই পুরুষের লেখা। তবে গুডরিডসের সহপ্রতিষ্ঠাতা এলিজাবেথ খুরি চ্যান্ডলার বলেন, নারী ও পুরুষের বই পড়ার সংখ্যা প্রায় সমান হলেও সর্বশেষ প্রকাশিত বই পড়ার ব্যাপারে পুরুষদের চেয়ে নারীরা এগিয়ে রয়েছেন।
No comments:
Post a Comment