অ্যান্ড্রয়েডচালিত মোবাইলের জন্য স্কাইপ অ্যাপ্লিকেশনটির নতুন আপডেট উন্মুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীকে নতুন বেশ কয়েকটি ফিচার ব্যবহার করার সুযোগ দেবে। এর মধ্যে রয়েছে টেক্সট ফরম্যাট ও পিকচার-ইন-পিকচার ফিচার।
অ্যান্ড্রয়েড ট্যাবলেটে পিকচার-ইন-পিকচার ফিচারটি ব্যবহারের সুযোগ আগে থেকে থাকলেও মোবাইল ফোনে এই সুযোগটি ছিল না। নতুন আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচারটি যুক্ত করল মাইক্রোসফট। এই ফিচারটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন থেকেও এখন স্কাইপের ভিডিও চ্যাট উইন্ডোকে স্ক্রিনের এক কোনায় নিয়ে যাওয়া যাবে এবং অন্য ছবি দেখানো যাবে। স্ক্রিনকে মজাদার করে তোলা যাবে এই ফিচারটি দিয়ে। বিরক্তিকর কারও সঙ্গে চ্যাট করার সময় এ ফিচারটি কাজে লাগানো যায়।
স্কাইপের নতুন আপডেটে টেক্সট ফরম্যাট করার সুযোগও যুক্ত হয়েছে। স্কাইপে বার্তা পাঠানোর সময় মেসেজ ফরম্যাট করে দেওয়া যাবে। এ ছাড়া আইফোনের স্কাইপ অ্যাপ ব্যবহারকারীর পাঠানো ছবি এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গ্রহণ করতে পারবেন। নতুন সংস্করণটিতে আরও বেশ কিছু বাগ বা সফটওয়্যার ত্রুটি ঠিক করা হয়েছে বলে দাবি করেছে মাই
Search This Blog
Tuesday, December 2, 2014
অ্যান্ড্রয়েডের স্কাইপ অ্যাপে নতুন সুবিধা
Labels:
skype
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment