Search This Blog

Tuesday, December 9, 2014

একটি তন্দুরি যেভাবে বেলুনে চেপে পাড়ি দিল মহাকাশ!

ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনে আর কয়েকজন বন্ধু মিলে এই পাগলামিটা করেছে। রেস্টুরেন্ট থেকে একটি তন্দুরি নিয়ে সেটি হিলিয়াম ভর্তি বেলুনের সঙ্গে আটকে ছেড়ে দিয়েছে মহাকাশের উদ্দেশে। সাথে জুড়ে দিয়েছিলো একটি ভিডিও ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকার।

আর এইসব কিছুই চার বন্ধুর পাগলামির কারনে। উদ্ভট বুদ্ধিটা প্রায় পাঁচ মাস আগে নভেলিস্ট নিকেশ শুক্লা, শিল্পী নিক হেয়ার্নে এবং আরও দুই সঙ্গীর মাথায় ঢোকে। তাঁরা ভাবেন যে লন্ডনে নিজেদের পছন্দের রেস্টুরেন্টে তাদের ছবি থাকলে কেমন হয়?  যেই ভাবানা , সেই কাজ। কিন্তু তাঁরা নিজেরা না গিয়ে মহাকাশযাত্রায় পাঠাবেন আস্ত একটি ল্যাম্ব চপ। যদিও তাদের বেলুন ওড়ার কিছুক্ষণের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় সব যোগাযোগ। কিন্তু তারপর হটাথ করে মাসখানেক পর খোঁজ মেলে। মাংসের তন্দুরি টি যেখান থেকে উড়েছিল পরবর্তীতে সেটির খোঁজ মিলে ওই স্থান থেকে প্রায় ৮২ মাইল দূরে। এর সাথে যে ক্যামেরা টা সেট করে দেয়া হয়েছিল সেটি প্রাই একশো মিনিটের মতো ফুটেজ রেকর্ড করে রেখেছিলো।

পরবর্তীতে জানা যায়,  এই বেলুন নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে আঠেরো মাইল যাত্রাও করেছে! এমন উদ্ভট কাজ করার পরে হোটেল কর্তিপক্ষ তাদের চার বন্ধুর ছবি সু-সম্মানের সাথে তাদের দেয়ালে টাঙ্গিয়ে দিয়েছে।

No comments:

Post a Comment