Search This Blog

Tuesday, December 2, 2014

দেশের ছবি নিয়ে ওয়েবসাইট

শৌখিন আলোকচিত্রীদের তোলা বাংলাদেশভিত্তিক নানা ছবি নিয়ে গড়ে ওঠে স্মাইলি (www.smilingbangladesh.org) ওয়েবসাইট। গত বছর চালু হওয়া এ সাইটের স্লোগান হলো ‘চলুন, একসঙ্গে গড়ি ইতিবাচক ভাবমূর্তি’। এই সাইটে যে কেউ ছবি তুলে রাখতে পারেন। এর ফেসবুক গ্রুপের সদস্য প্রায় ২০ হাজার। সাইটটিতে রয়েছে প্রায় পাঁচ হাজার ছবি—সবগুলোই সাধারণ মানুষের তোলা। এ সাইটে নিবন্ধন করে ছবি রাখা যাবে। আবার ফেসবুক গ্রুপে (www.facebook.com/groups/positiveimagebangladesh ) গিয়েও ছবি দেওয়া যাবে।

2 comments: