তালা বন্ধ করে দিয়ে চাবি হারিয়ে ফেলেছেন? এই মহাবিপদ থেকে এবার উদ্ধার করবে মোবাইল অ্যাপ। ‘দ্য আগস্ট স্মার্ট অ্যাপ লক’ নামের এই অ্যাপটি তালার চাবির যোগান দেবে আপনাকে।
এমনকি এই চাবি অ্যাপের মাধ্যমে অন্য কারো কাছে পাঠিয়েও দেওয়া যাবে।
আবার বিপদের গন্ধ পেলে চাবিটিকে ধ্বংস করে দিতে পারবেন এর মূল মালিক। এসব তথ্য দিয়েছে দ্য ভার্জ।
এই অ্যাপটি তৈরি করেছে ‘আগস্ট’ নামের একটি প্রতিষ্ঠান।
এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও জেসন জনসন বলেন, নিউ ইয়র্কের প্রায় ২০ লাখ মানুষ দরজা লক করে দেন চাবি ভেতরে রেখেই।
তাদের এই বিড়ম্বনা থেকে বাঁচতেই দারুণ এই অ্যাপটি তৈরি করা হয়েছে।
কাজেই একটি ধাতব চাবির কথা ভুলে গিয়ে মানুষ তা মোবাইলেই সংরক্ষণ করতে পারবেন।
Search This Blog
Wednesday, December 3, 2014
দরজায় তালা, চাবি হারিয়েছেন? তালা খুলে দেবে মোবাইল অ্যাপ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment