মোবাইল ফোনের টাচস্ক্রিন ব্যবহার করে বার্তা টাইপের গিনেজ রেকর্ড আবারও ভাঙল ১৭ বছর বয়সী ব্রাজিলের এক তরুণ।২৫টি শব্দ টাইপ করতে তার সময় লেগেছে মাত্র ১৭ সেকেন্ড। এর আগেও মার্সেল ফার্নান্দেজ ফিলো ১৮.১০ সেকেন্ড সময় নিয়ে দ্রুতগতির টেক্সট বার্তা টাইপের বিশ্বরেকর্ড গড়েছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
এ বছরের মে মাসে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস৪ ব্যবহার করে ১৮.১৯ সেকেন্ডে ২৫ শব্দের বার্তা লেখার রেকর্ড গড়েছিল ফিলো। এবারের রেকর্ড গড়তে আইফোন ৬ প্লাস ও সিনটেলিয়ার ফ্লেকসি কিবোর্ড ব্যবহার করেছে সে।
রেকর্ড গড়তে ২৫টি শব্দই শুদ্ধ করে লিখতে হয়েছে ফিলোকে। কী টাইপ করছিল ফিলো? ‘দ্য রেজর-টুথড পিরানহাস অব দ্য জেনেরা সেরাসালমাস অ্যান্ড পাইগোসেন্টারাস আর দ্য মোস্ট ফিরোসাস ফ্রেশওয়াটার ফিশ ইন দ্য ওয়ার্ল্ড। ইন রিয়েলিটি দ্য সেডম অ্যাটাম অ্যা হিউম্যান।’
Search This Blog
Tuesday, December 2, 2014
মোবাইলে ১৭ সেকেন্ডে ২৫ শব্দ টাইপ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment