মাত্র ৩০ সেকেন্ড চার্জ দিলেই মোবাইল ফোন চলবে একদিন। এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান।
এই অসম্ভবকে সম্ভব করতে প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে ন্যানো টেকনোলজি। স্টোরডট নামক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি ইতোমধ্যেই একটি ব্যাটারি তৈরি করেছে যাতে ন্যানো টেকনোলজি ব্যবহার করে কৃত্তিমভাবে অনু সংশ্লেষের কাজটি করা হয়েছে। আর তাই এটি অল্প সময়ে অধিক পরিমাণ চার্জ ধারণ করতে পারে।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যাটারিটির যে প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, সেটি সাধারণ মোবাইল ব্যাটারির তুলনায় ওজনে ভারী হওয়ায় এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না তাঁরা। তবে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে বলেছে, ২০১৬ সালের মধ্যেই মোবাইল ফোনের উপযোগী করে এটি তৈরি করা হবে।
Search This Blog
Wednesday, December 3, 2014
৩০ সেকেন্ডেই চার্জ হবে ব্যাটারি!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment