Search This Blog

Monday, December 15, 2014

ব্যাটারির আয়ু বাড়ান।

যা যা করলে স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে

অবস্থান বা লোকেশন-সুবিধা বন্ধ রাখুন।

ব্যবহার না হলে অ্যাপ বন্ধ রাখুন বা মুছে ফেলুন (ডিলিট)।

পর্দার ঔজ্জ্বল্য (ব্রাইটনেস) কমিয়ে রাখুন।

নোটিফিকেশন বন্ধ রাখুন বা সেটিংসে গিয়ে বদলে নিন।

দরকার ছাড়া ওয়াই-ফাই/এলটিই বন্ধ রাখুন।

আন্ডারপাস, বেসমেন্ট অর্থাৎ মাটির নিচে থাকার সময় এয়ারপ্লেন মোড চালু করে নিন।

No comments:

Post a Comment