Search This Blog

Saturday, December 13, 2014

গ্রেপ্তার হলেই ফোন দেখবে পুলিশ

গেপ্তারের পর কোনো রকম পরোয়ানা না দেখিয়েই ফোন সার্চ করতে পারবে কানাডার পুলিশ। কানাডার সুপ্রিম কোর্ট সম্প্রতি এই রুল জারি করেছেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আদালত জানিয়েছেন সন্দেহভাজন অপরাধীর নথিপত্র ঠিক থাকলে তাঁকে গ্রেপ্তারের পর ফোনে কী আছে, তা পরীক্ষা করতে আলাদাভাবে পরোয়ানার দরকার হবে না।
আদালতে এই রুলের পক্ষে চারজন ও বিপক্ষে তিনজন বিচারক ছিলেন।
এ বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের আদালত অবশ্য এ ধরনের একটি বিষয়ে বিপরীত অবস্থানে ছিলেন। যুক্তরাষ্ট্রের আদালত বলেছিলেন, কিছু ব্যতিক্রম বাদে ফোন সার্চের ক্ষেত্রে অবশ্যই পরোয়ানা দরকার হবে। অবশ্য কানাডার নিম্ন আদালতের বিষয়টি নিয়ে দুই রকম মত ছিল।
১১ ডিসেম্বর কানাডার সুপ্রিম কোর্ট কেভিন ফেরনের একটি মামলা নিয়ে এই রুল জারি করেন। কেভিন ফেরনের মোবাইল সার্চের পর তাঁর বিরুদ্ধে অস্ত্রসহ ডাকাতির অভিযোগ আনে পুলিশ। ফেরনকে গ্রেপ্তারের পর পুলিশকে ফোন ও গাড়ি সার্চের জন্য আলাদা পরোয়ানা জারি করতে হয়। পুলিশ তাঁর ফোনে একটি অস্ত্রের ছবিসহ বার্তা দেখতে পায়, যাতে লেখা ছিল ‘উই ডিড ইট’।

উচ্চ আদালত ফেরনের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল নামঞ্জুর করেন এবং পুলিশ কীভাবে মোবাইল সার্চ করবে, তা নির্ধারণ করেন।

No comments:

Post a Comment