স্কাইপে বিদেশি বন্ধুর সঙ্গে কথা বলছেন কিন্তু ভাষা বুঝতে পারছেন না? স্বয়ংক্রিয় অনুবাদ সেবা যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট, যাতে স্কাইপে কথা বলার সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে তার অনুবাদ সেবা মিলবে। আজ ১৬ ডিসেম্বর রিয়েল টাইমে অনুবাদের ক্ষেত্রে একধাপ অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
স্কাইপে পরীক্ষামূলকভাবে স্প্যানি থেকে রিয়েল টাইমে ইংরেজি ও ইংরেজি থেকে স্প্যানিশে ভাষা করার সুবিধা চালু করছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের কর্মকর্তা গুরদীপ পাল বলেছেন, ‘স্কাইপ ট্রান্সলেটর প্রিভিউ প্রোগ্রামের প্রথম ধাপ চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত। শুরুতে স্প্যানিশ ও ইংরেজি দিয়ে এটি পরীক্ষামূলকভা করা হচ্ছে। এই ট্রান্সলেটর বিশ্বজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ, সংযোগ ও সহযোগিতার ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ভাষার ব্যবধান আর ভৌগোলিক বেড়াজালে মানুষ আর আটকে যাবে না।’
মাইক্রোসফটের ওই কর্মকর্তা আরও বলেন, ‘স্কাইপ ট্রান্সলেটর মূলত মেশিন লার্নিং বা যন্ত্রের শিক্ষণপদ্ধতিতে কাজ করে। এর অর্থ এই প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, এই ট্রান্সলেটর তত বেশি আধুনিক ও কার্যকর হয়ে উঠবে।’
এ বছরের মে মাসে রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেটশনের ক্ষেত্রে যুগান্তকারী একটি উদ্ভাবন ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট যা ইউনিভার্সাল ট্রান্সলেটর বা সর্বজনীন অনুবাদ যন্ত্রের প্রয়োজন মেটাবে বলেই দাবি করেছিল তারা।
Search This Blog
Thursday, December 18, 2014
স্কাইপ আনল নতুন সেবা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment